ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

টি-টোয়েন্টিতে ‘টেস্ট’ খেলল পাকিস্তান, ‘টি-টেন’ বানিয়ে জিতল নিউজিল্যান্ড

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের জন্য প্রথম টি-টোয়েন্টি ছিল পুরোপুরি হতাশাজনক। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর পাকিস্তান চেষ্টা করছিল তাদের ব্যর্থতা ভুলে সাফল্য পেতে, কিন্তু প্রথম ম্যাচেই তারা মুখ থুবড়ে পড়েছে।

রোববার ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৯১ রানে গুটিয়ে যায়। এদিন শুরুতে মাত্র ১১ রানে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। শুধু তাই নয়, ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ছিল অত্যন্ত দুর্বল এবং টেস্ট-সুলভ, যেখানে কেবল সালমান আলী আগা (১৮), খুশদিল শাহ (৩২) এবং জাহানদাদ খান (১৭) কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হন।

পাকিস্তানের এই হতাশাজনক স্কোরের পর, নিউজিল্যান্ড হেসে-খেলেই ৫৯ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। যেখানে নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন (১৭ বলে ২৯) এবং টিম রবিনসন (১৫ বলে ১৮) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এদিন নিউজিল্যান্ডের বোলাররা, বিশেষ করে জ্যাকব ডুফি (১৪ রানে ৪ উইকেট), কাইল জেমিসন (৮ রানে ৩ উইকেট), এবং ইশ সোধি (২৭ রানে ২ উইকেট) পাকিস্তানের ব্যাটিংকে পুরোপুরি ধ্বংস করে দেন।

এ ছাড়া, এই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং দেখে যে কেউই বলবে যে নিউজিল্যান্ডের বড় জয় ছিল অবশ্যম্ভাবী।

এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তানকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল কিউইরা।