ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নারী আইপিএলের চ্যাম্পিয়ন মুম্বাই

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত

মেয়েদের আইপিএলের তৃতীয় আসরে শ্বাসরুদ্ধকর ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স।

শনিবার (১৫ মার্চ) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে ব্যাট করে অধিনায়ক হারমানপ্রীত কৌরের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৯ রান সংগ্রহ করেছিল মুম্বাই। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি দিল্লি। তাতে টানা তিন আসরে ফাইনাল খেলেও শিরোপার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।  

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মেগ ল্যানিং। মারিজান ক্যাপের সৌজন্যে মাত্র ১৪ রানেই মুম্বাইয়ের দুই ওপেনারকে ফিরিয়ে দারুণ শুরু করেছিল দিল্লি। ইয়াস্তিকা ভাটিয়ার (৮) পাশাপাশি বিধ্বংসী ফর্মে থাকা হেইলি ম্যাথিউজকে (৩) ফেরান তিনি।  এরপর তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন ন্যাট-শাইভার ব্রান্ট ও হারমানপ্রীত কৌর।

দলের পক্ষে ৪৪ বলে ৯ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ন্যাট-শাইভার ব্রান্টের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩০ রান। শেষদিকে কামালিনির ১০ ও আমালিনির ১৪ রানে দেড়শর কাছাকাছি সংগ্রহ পায় মুম্বাই। দিল্লির হয়ে ১১ রানে ২ উইকেট নেন মারিজান ক্যাপ।

১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। দলের দুই ভরসা মেগ ল্যানিং (১৩) এবং শেফালি ভার্মা (৪) দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটিংয়েও ভরসা দেন মারিজান ক্যাপ। ২৬ বলে ৪০ রান করেন। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় শেষ রক্ষা হয়নি দিল্লির। মুম্বই বোলারদের মধ্যে ন্যাট সাইবার ব্রান্ট ৩ উইকেট নেন। অ্যামেলিয়া কের নেন দুটি উইকেট।

মেয়েদের আইপিএলে তিন আসরে দ্বিতীয়বার শিরোপা জেতা মুম্বাই প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬ কোটি রুপি বা প্রায় সাড়ে ৮ কোটি টাকা। টানা তিনবারই ফাইনালে উঠে রানার্সআপ হওয়া দিল্লির পকেটে গেছে ৩ কোটি রুপি বা ৪ কোটির বেশি টাকা।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

চ্যাম্পিয়ন : মুম্বাই ইন্ডিয়ান্স (৬ কোটি রুপি ও ট্রফি)
রানার্সআপ : দিল্লি ক্যাপিটালস (৩ কোটি রুপি ও রানার্সআপ শিল্ড)
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট (৫২৩ রান ও ১২ উইকেট) : ন্যাট-শাইভার ব্রান্ট (৫ লাখ রুপি ও স্মারক)
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ ৫২৩ রান) : ন্যাট-শাইভার ব্রান্ট (৫ লাখ রুপি ও স্মারক)
বেগুনি ক্যাপ (সর্বোচ্চ ২৩ উইকেট) : অ্যামেলিয়া কের (৫ লাখ রুপি ও স্মারক)
উদীয়মান ক্রিকেটার : আমনজ্যোৎ কৌর (৫ লাখ রুপি ও ট্রফি)
গ্রিন ডট বল অব দ্য সিজন : শাবনিম ইসমাইল (৫ লাখ রুপি ও ট্রফি)
ক্যাচ অব দ্য সিজন : অ্যানাবেল সাদারল্যান্ড (৫ লাখ রুপি ও ট্রফি)
সিক্সেস অব দ্য সিজন : অ্যাশলে গার্ডনার (৫ লাখ রুপি ও ট্রফি)
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন : শিনেল হেনরি (গাড়ি)
প্লেয়ার অব দ্য ফাইনাল : হরমনপ্রীত কৌর (আড়াই লাখ রুপি ও স্মারক)
ক্যাচ অব দ্য ফাইনাল : অ্যামেলিয়া কের (১ লাখ রুপি ও স্মারক)
ডট বল অব দ্য ফাইনাল : মারিজান ক্যাপ (১ লাখ রুপি ও স্মারক)
সিক্সেস অব দ্য ফাইনাল : হরমনপ্রীত কৌর (১ লাখ রুপি ও স্মারক)
সুপার স্ট্রাইকার অব দ্য ফাইনাল : মারিজান ক্যাপ (গাড়ি)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : গুজরাট জায়ান্টস (স্মারক)