চলতি মৌসুমে খুব একটা ভালো সময় পার করছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে অনেক আগেই। তাছাড় ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) জয়ের সম্ভবনাও শেষ হয়ে গেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থা এতটাই নাজুক যে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়াও কঠিন হয়ে পড়েছে দলটির জন্য।
তবে দলের কোচ পেপ গার্দিওলা বলেই হয়তো এখনও আশাবাদী সিটিজেনরা। কিন্তু এজন্য তাদের জিততে হবে লিগের বাকি ম্যাচগুলো।
পেপ গার্দিওলা মনে করেন দলের সামনে ‘৯ ফাইনাল’ অপেক্ষা করছে। এই ‘৯ ফাইনাল’ মানে প্রিমিয়ার লিগে তাদের বাকি থাকা ৯ ম্যাচ।
এর আগে গত চার মৌসুমের ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি। তবে এবার তাদের অবস্থান পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। সবশেষ গতকাল রাতে ঘরের মাঠে ব্রাইটনের কাছেও পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে সিটির সংগ্রহ ৪৮। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট এগিয়ে আছে চেলসি। অন্যদিকে সিটির চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে নিউক্যাসেল। অর্থ্যাৎ, নিউক্যাসল তাদের ২৯তম ম্যাচটি জিতলে ম্যানচেস্টার সিটি ছয় নম্বরে নেমে যাবে।
এমন পরিস্থিতিতে শীর্ষ চারে থাকতে লিগের বাকি ম্যাচগুলো জিতে বেশি পয়েন্ট আদায় করে নিতে হবে সিটিকে। এক্ষেত্রে চেলসি বা নটিংহাম ফরেস্টকেও হারাতে হবে পয়েন্ট।
তাই গার্দিওলা মনে করেন তার দলকে বাকি ৯ ম্যাচই ‘ফাইনাল’ ধরে নিয়ে খেলতে হবে। গতকাল ব্রাইটনের সঙ্গে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সব সময়ই আত্মবিশ্বাসী। এমন অনেক সময়ই এসেছিল, যখন শঙ্কা ছিল। কিন্তু একটা না একটা উপায় খুঁজে পেয়েছিলাম। এখন আমাদের হাতে লিগে ৯টা ম্যাচ বাকি আছে। ৯টাই ফাইনাল।’
উল্লেখ্য, লিগে সিটির যে ৯টি ম্যাচ বাকি আছে, তার মধ্যে নিজেদের মাঠে খেলা লেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা, উলভারহ্যাম্পটন ও বোর্নমাউথের বিপক্ষে। এর মধ্যে অ্যাস্টন ভিলা ও বোর্নমাউথ এখন পয়েন্ট তালিকার আট ও নয় নম্বরে আছে। দল দুটির পয়েন্ট সিটির চেয়ে খুব একটা কম নয়, যথাক্রমে ৪৫ ও ৪৪।
অন্যদিকে প্রতিপক্ষের মাঠে ম্যাচগুলোর চার দলই পেছনের দিকের থাকলেও চ্যালেঞ্জ কম নেই। কারণ, এর মধ্যে একটি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড (বর্তমানে ১৫ নম্বরে) । অন্য তিনটি দল হচ্ছে ফুলহাম (৯) এভারটন (১৪) ও সাউদাম্পটন (২০) ।
আপনার মতামত লিখুন :