ম্যাচ বয়কটের হুমকি দিলেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৪:০৯ পিএম

ম্যাচ বয়কটের হুমকি দিলেন রিয়াল কোচ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে খেলতে হয়েছে ১২০ মিনিট। তবুও শেষ পর্যন্ত ফলাফল ড্র হওয়ায় টাই-ব্রেকারে গড়াই ম্যাচটি। সেই ম্যাচের ৭২ ঘন্টা না পেরোতেই আবারও মাঠে নামতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। এতেই চটেছেন তিনি। 

মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দু’টি ম্যাচ খেলতে গিয়ে এবার ক্ষুব্ধ হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। এমন সূচিকে তিনি ‘অযৌক্তিক ও অমানবিক’ বলে আখ্যায়িত করেছেন। এমনকি ভবিষ্যতে এমন সূচি থাকলে ম্যাচ না খেলার হুমকিও দেন ইতালিয়ান এই কোচ।

 

শনিবার (১৫ মার্চ) লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচটায় কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভর করে ২-১ ব্যবধানে জয়ও পেয়েছে কার্লোর শিষ্যরা। তবে ম্যাচ শেষে খেলার সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 

এনিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলেছি। এখন থেকে যদি অন্তত ৭২ ঘণ্টার বিরতি না থাকে, তাহলে আমরা আর মাঠে নামব না।’

তিনি আরও জানান, ‘আমরা বারবার বলেছি, কিন্তু কেউ শোনেনি। এবার আমরা আর চুপ থাকব না।’ 

এর আগে গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ঘন সূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। ভবিষ্যতে তারা এধরনের সূচি দেখতে চান না। 
 

আরবি/আরডি

Link copied!