পাকিস্তানের পেস বোলিং আক্রমণ বরাবরই বিশ্ব সেরা। ওয়াসিম আকরাম-শোয়েব আকতাররা পাকিস্তানের পেস বোলিং আক্রমণকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বর্তমানে পাকিস্তানের শাহিন আফ্রিদি-নাসিম শাহ- হারিস রউফ ত্রয়ীকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং ত্রয়ী বলে আখ্যা দেন অনেকেই।
তবে এই বোলাররা ভালো হলেও বিশ্বসেরা নন বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অল রাউন্ডার মঈন আলী। সম্প্রতি এক পডকাস্টে এমন মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে মঈন পাকিস্তানের গতিময় এই ফাস্ট বোলারদের দারুণ প্রতিভা হিসেবে আখ্যা দিলেও অন্যান্য দলের পেস আক্রমণের তুলনায় পিছিয়ে রাখছেন, `নাসিম শাহ, শাহিন এবং হারিস রউফ দারুণ, আমাকে ভুল বুঝবেন না। আমরা বলছি না যে তারা খারাপ, কিন্তু তারা সেরাদের কাতারে নেই।`
সম্প্রতি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারেনি পাকিস্তান। কোন ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল তারা। তাছাড়া দলের পেস বোলারাও দারুণভাবে ব্যর্থ হয়েছে। এছাড়া আগের কয়েকটি আইসিসি টুর্নামেন্টেও ব্যর্থ হয়েছিল পাকিস্তান।
ক্রিকেট বিশ্বে পাকিস্তান বরাবরই দুর্দান্ত ফাস্ট বোলার উপহার দিয়েছে, যাদের খ্যাতির মূল কারণ গতি, সুইং এবং রিভার্স সুইং। কিন্তু সাম্প্রতিক সময়ে বৈশ্বিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের ফাস্ট বোলারদের তুলনায় পাকিস্তানের ফাস্ট বোলাররা সেভাবে সাফল্যের দেখা পাননি। তাই প্রশ্ন উঠেছে বোলারদের সক্ষমতা নিয়ে।