ফাইনালে নেই ভারত, আর্থিক ক্ষতির মুখে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৫:১৮ পিএম

ফাইনালে নেই ভারত, আর্থিক ক্ষতির মুখে ইংল্যান্ড!

ছবি: সংগৃহীত

চলতি বছর মাঠে গড়াবে ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনাল। যেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ওঠার জটিল সমীকরণে অস্ট্রেলিয়ার সাথে বোর্ডার-গাভাস্কার সিরিজে হারের পর ছিটকে গিয়েছিল ভারত। আর এতেই আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে আয়োজক ইংল্যান্ডকে।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে ভারত। তারা নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইতে। যদিও এই টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবুও এক প্রকার ঘরের মাঠের সুযোগই নিয়েছিল ভারত! এই নিয়ে কম বিতর্ক হয়নি।

আইসিসি ট্রফিতে ভারতের উপস্থিতির ফলে টিভিস্বত্ত্ব বা দর্শক সমাগম সব দিক থেকেই আর্থিকভাবে লাভবান হয় আইসিসি। তবে আসন্ন ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে নেই ভারত। এতে ব্যাপক ক্ষতির সামনে পড়ছে আয়োজক দেশ ইংল্যান্ড এবং লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।

সানডে টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ফাইনালে ভারত না থাকায় ব্রিটিশ মুদ্রার হিসেবে ৪ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হচ্ছে আয়োজকদের। বাংলাদেশের মুদ্রামানে যা ৬২ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ২০০ টাকার সমান। এই হিসেবও করা হচ্ছে ৪ দিনের সাপেক্ষে। ৫ দিনে টেস্ট গড়ালে ক্ষতি ৬৩ কোটি টাকার বেশি।

মূলত সমগ্র বিশ্বেই বিপুল পরিমাণ ভারতীয় প্রবাসী থাকেন। ইংল্যান্ডেও সেই সংখ্যা কম নন। তাই ফাইনালে ভারতের অনুপস্থিতি ভালোই টের পাচ্ছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

এদিকে ভারতের ফাইনালে থাকার সম্ভাবনা মাথায় রেখে লর্ডস কর্তৃপক্ষ টিকিটের দাম শুরুতে অনেক বেশি নির্ধারণ করে। তবে ভারত ফাইনালে না থাকায় এমসিসি বাধ্য হয়ে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আর্থিক প্রভাবকে আরও একবার সামনে এনেছে।

আরবি/আরডি

Link copied!