ঢাকা প্রিমিয়ার পঞ্চম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ব্যাট হাতে দারুণ শতক হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান সোহান।
আজ রোববার (১৬ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধানমন্ডির কাপ্তান নুরুল হাসান সোহান।
এদিন ইনিংসের শুরুতেই হোঁচট খায় ধানমন্ডির ক্লাবটি। দলীয় ৫০ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান তিন ব্যাটার। তবে শেষ পর্যন্ত অধিনায়ক নুরুল হাসান সোহনের অপরাজিত ১৩২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭৭ রান সংগ্রহ করে ধানমন্ডি।
সোহানের সেঞ্চুরির পাশাপাশি সানজামুল ইসলাম ৫৪ বলে ৪০ ও ওপেনার হাবিবুর রহমান সোহান ৪২ বলে ৪৫ রান। শাইনপুকুরের হয়ে রায়ান রহমান তিনটি এবং রাফি উজ্জামান রাফি ও আলী মোহাম্মদ ওয়ালিদ দুটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে শাইনপুকুর। রহিম আহমেদ ৪২ ও মিনহাজুল আবেদিন ৩৫ রান করলেও বাকিরা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষমেশ তাই ৪৫.৩ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।
ধানমন্ডি ক্লাবের পক্ষে সানজামুল চারটি ও কামরুল ইসলাম রাব্বি তিনটি উইকেট শিকার করেন।