ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আইসিসির টুর্নামেন্ট ট্রফি জয়ের আশা মিরাজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত

আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। হাবিবুল বাশার সুমন-খালেদ মাহমুদরা ফিরে গেছেন খালি হাতেই। আর মাশরাফি-সাকিব-তামিমরা বহু চেষ্টা করেও পারেননি স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখতে। তবে তাদের সেই আক্ষেপ পূরণ করতে চান তরুণ অলরাউন্ডার মেহেদী মিরাজ। 

বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল টাইগাররা। তবে এবার শিরোপা জিতে সাফল্যের গণ্ডি বাড়াতে চাই মিরাজ। 

শনিবার (১৫ মার্চ) মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে মিরাজ বলেন, ‘আমরা এখনো কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে বড় কোনো শিরোপা জেতা, যা আমাদের প্রজন্মের জন্য বড় কিছু হবে।’

তিনি আরও বলেন, ‘যারা এখন দলে আছে, আমাদের সবার পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই ৭-৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। ৬-৭ জন ক্রিকেটার আছেন, যারা অন্তত ৬-৭ বছর কিংবা ১০ বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে খেলছেন। তাই বলা যাবে না যে, দল পুরোপুরি নতুন।’

আগামী ২০২৭ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আইসিসির সেই টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের ধারাবাহিক সুযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই অলরাউন্ডার। এনিয়ে তিনি বলেন, কাউকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে আমাদের হাতে যতগুলো ওয়ানডে আছে, সেখানে আমাদের পরিকল্পনা করে এগোতে হবে। দীর্ঘমেয়াদি প্রস্তুতি দরকার। যদি বিশ্বকাপের মাত্র দুই-তিন মাস আগে আমরা প্রস্তুতি শুরু করি, তাহলে কঠিন হয়ে যাবে ।’

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তৈরি। এখন দেখার বিষয় এদের নিয়ে দলটি সাফল্যের পথে কতদূর যেতে পারবে!