ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনের মুখে গত নভেম্বরে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। কিন্তু দুর্নীতির অভিযোগে পদত্যাগের চার মাসেও এখন পর্যন্ত বিচারের আওতায় আসেননি কেউই। এতে আবারও রাস্তায় নেমেছে দেশটির ছাত্ররা।

গতকাল রাতে সাবেক প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিকের বিচারের দাবিতে রাস্তায় জড়ো হয় লাখো মানুষ। সরকারি হিসেবে এদিন রাস্তায় নেমেছে প্রায় ১ লাখ মানুষ। তবে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম বলছে এ সংখ্যা আরও বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আন্দোলনের ছবি এবং ভিডিও দিয়ে নোভাক লেখেন ‘ইতিহাস! অসাধারণ’

টেনিসের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সমৃদ্ধ ক্যারিয়ার নোভাক জকোভিচের। ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। এছাড়া গত বছর প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন এই তারকা।  

এর আগে গত জানুয়ারিতে সার্বিয়ার ছাত্রদের পাশে নিজের অবস্থান জানান দিয়ে নোভাক জানান, ‘কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে আমি বসে থাকতে পারি না। তরুণ প্রজন্ম, ছাত্র এবং আমাদের দেশের ভবিষ্যত যাদের হাতে তাদের প্রতি আমার সমর্থন থাকবে।’