ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ঘরের মাঠে চেলসিকে হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেড ও নটিংহাম ফরেস্টের সাথেও হেরেছিল আর্সেনাল। এতে লিভারপুলের সাথে পয়েন্ট ব্যবধান বেড়ে টাইটেল রেস থেকে দূরে সরে গিয়েছিল দলটি। লিগে ৩ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে মিকেল আর্তেতার দল।

আজ রোববার (১৬ মার্চ) অ্যামিরেটস স্টেডিয়ামে চেলসিকে আতিথ্য দিয়েছিল আর্সেনাল। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে গানার্সরা। তবে ম্যাচ জিতলেও টেবিল টপার লিভারপুলের থেকে এখনও ১২ পয়েন্টে পিছিয়ে আছে দলটি।

এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে চেলসি। ম্যাচের ২০ মিনিটের সময় মার্টিন ওডেগার্ডের করা কর্ণার থেকে চেলসির জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।

তবে ধীরে ধীরে নিজেদের সামলে নেয় চেলসি। ম্যাচের ৩৭ তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেলা জোরালো শট নেন গোল পোস্টের উদ্দেশ্যে। তবে সেটি ঠেকিয়ে দেন ডেভিড রায়া।

দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের মাত্রা বাড়াতে থাকে আর্সেনাল। ম্যাচের ৬০ মিনিটে সুযোগও পেয়েছিলো দলটি। তবে চেলসি গোলরক্ষক সানচেস বাঁধা হয়ে দাঁড়ায়। মেরিনোর শট ঠেকিয়ে দেন তিনি।

ম্যাচের বাকি সময় চেলসি গোল করতে মরিয়া চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে দলটি। সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট বেশি নিয়ে ১ম স্থানে আছে লিভারপুল।