বার্সেলোনার কামব্যাকে বাড়ল অ্যাতলেটিকোর দুঃসময়

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১০:৩৯ এএম

বার্সেলোনার কামব্যাকে বাড়ল অ্যাতলেটিকোর দুঃসময়

ছবি: সংগৃহীত

ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত অ্যাতলেটিকো মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে ছিল। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে নাটকীয় হারের পর দুর্দান্ত একটি জয়ের জন্য অপেক্ষা করছিল অ্যাতলেটিকো সমর্থকরা। তবে শেষ মুহুর্তে বার্সেলোনা তাদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায় এবং মাত্র ২৮ মিনিটে তারা ম্যাচে ফিরতে সক্ষম হয়। শেষের সময়ে সিমিওনের শিষ্যরা একে একে ৪ গোল হজম করে।

রোববার রাতে ম্যাচের ছয় মিনিটে বার্সেলোনা দুই গোল শোধ করে। তখন ম্যাচ ড্রয়ের পথে ছিল। কিন্তু যোগ করা সময়ে বার্সেলোনা আরও দুই গোল পেয়ে ৪-২ ব্যবধানে জয়লাভ করে। এই দুর্দান্ত জয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে উঠে এসেছে, যদিও গোল ব্যবধানে তারা এগিয়ে রয়েছে। অন্যদিকে, অ্যাতলেটিকো মাদ্রিদ তিনে রয়েছে এবং তাদের সঙ্গে বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪।

গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে বার্সেলোনা ২-১ গোলে অ্যাতলেটিকোর কাছে হেরেছিল এবং গত মাসে কোপা দেল রের সেমিফাইনালে ৪-৪ সমতায় ছিল। তবে গতরাতে এই দুই ম্যাচের প্রতিশোধ নিয়েছে বার্সেলোনা।

ছয় গোলের ম্যাচে প্রথম গোলটি আসে ৪৫ মিনিটে। প্রথমার্ধে লামিনে ইয়ামাল এবং রবার্ট লেভানডফস্কির শট গোলবারে লাগায় হতাশ হন। কিন্তু অ্যাতলেটিকো প্রথম শটে গোল করে, আতোয়ান গ্রিজমানের পাস থেকে হুলিয়ান আলভারেজ গোল করেন।

বিরতির পর বার্সেলোনা একটি ভালো সুযোগ পায়, তবে ইয়ামালের শট পোস্টের বাইরে চলে যায়। ৭০ মিনিটে, সরোলথের বদলি হিসেবে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে বার্সেলোনা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ৭২তম মিনিটে লেভানডফস্কির গোলের মাধ্যমে ব্যবধান কমায়। ৭৮তম মিনিটে তরেসের হেডে গোল হলে ম্যাচ ২-২ সমতায় চলে আসে।

যোগ করা সময়ে বার্সেলোনা আরও দুটি গোল করে। দ্বিতীয় মিনিটে ইয়ামালের শট অ্যাতলেটিকোর ডিফেন্ডারের গায়ে লেগে গোল হয় এবং অষ্টম মিনিটে ফেরান তরেস দ্বিতীয় গোলটি করেন, যেটি বার্সেলোনার জয় নিশ্চিত করে।

আরবি/এফআই

Link copied!