অবশেষে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী! দীর্ঘ অপেক্ষার পর, ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
জানা গেছে, বিমানবন্দরেই তাকে বরণ করে নেবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা এবং তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও তার সাথে থাকবেন।
হামজা চৌধুরী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন। আর এতে ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ।

হামজা আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে মাঠে নামবেন, যেখানে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে তার খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে আছেন কোটি ফুটবল ভক্ত।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড ক্লাবে ধারে খেলছেন। বাংলাদেশে আসার পর, হামজাকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে ছাদখোলা জিপে।
সংশ্লিষ্টরা বলছেন, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।