অবশেষে বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ফুটবলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী! দীর্ঘ অপেক্ষার পর বিশ্ব ফুটবলের এই তারকা সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আর বাংলাদেশে আসার পরই উচ্ছ্বসিত হামজা ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিন সিলেট বিমানবন্দরে তাকে এক ঝলক দেখতে কয়েক হাজার ফুটবলপ্রেমী উপস্থিত হন। হামজা সিলেটে পা রাখার পরই তার প্রতি ভালোবাসা ও উন্মাদনার বহিঃপ্রকাশ দেখা গেছে, যা তাকে বেশ অভিভূত করেছে।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলার জন্য তিনি প্রস্তুত। এই ম্যাচকে ‘ডার্বি’ আখ্যা দিয়ে হামজা বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমরা ডার্বি জিততে আশা রাখি এবং জিতে আমরা উন্নতি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার বিগ ড্রিম আছে, আমি কোচ হ্যাভিয়েরের সাথে কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা জিতে প্রোগ্রেস করতে পারব।’
এদিন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে আসা এই ফুটবলার সিলেটি ভাষাতেও কথা বলেছেন এবং তার আত্মবিশ্বাস-আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমার হৃদয় পূর্ণ।”
এরপর, বাফুফে কর্তারা দ্রুত মিডিয়া সেশন শেষ করে হামজাকে ভেতরে নিয়ে যান।