আইপিএল ২০২৫

ইনজুরিতে উমরান, কলকাতা দলে আসছে কে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৩:৩৯ পিএম

ইনজুরিতে উমরান, কলকাতা দলে আসছে কে?

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জাকজমকপূর্ণ ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে দলের অন্যতম নির্ভরযোগ্য পেস বোলার উমরান মালিক ছিটকে গেছেন। পুরো টুর্নামেন্টেই তাকে পাওয়ার সম্ভাবনা নেই। এতেই কপাল খুলেছে দলটির নেট বোলার চেতন সাকারিয়ার।

রোববার (১৬ মার্চ) এক বিবৃতিতে একথা জানিয়েছে কেকেআর।

এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দারবাদের হয়ে খেলেছিলেন উমরান। তার গতিময় বোলিং এর জন্য সেসময়ই রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এরপর জাতীয় দলেও ডাক পান এই ‘স্পিড স্টার’। ভারতের জার্সিতে ৮টি ম্যাচ খেলে ১০.৪৮ ইকোনোমি রেটে তিনি নিয়েছেন ১১ উইকেট।

তবে কয়েক দফা ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন তিনি। খেলতে পারেননি রঞ্জি ট্রফিও। এরপর আইপিএল-এর নিলামের আগে তাকে ছেড়ে দেয় সানরাইজারর্স হায়দরাবাদ।

এবারের ‘মেগা অকশন’-এ উমরানকে ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিলো কলকাতা। তবে আবারো চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন তিনি।

এদিকে ইডেনে কেকেআর প্রস্তুতি শুরু করার পর থেকেই চেতন সাকারিয়াকে নেট বোলার হিসেবে দেখা গিয়েছিল। উমরানের ইনজুরিতে তাকেই দলে ডাক দিয়েছে কলকাতা টিম ম্যানেজম্যান্ট।

তবে মূল একাদশে সাকারিয়া জায়গা পাবে কিনা সেটিই বিবেচ্য বিষয়। কারণ দলের পেস বোলিং ডিপার্টমেন্টের ভরসা হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকা তারকা বোলার এনরিক নরকিয়া।

আরবি/আরডি

Link copied!