ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

পিএসএল খেলতে এনওসি আবেদন রিশাদ-নাহিদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত

আগামী মাসে শুরু হতে যাচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড়। কিন্তু সেখানে তারা খেলবেন কিনা তানিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ কোন ক্রিকেটারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র কাছে এনওসির জন্য আবেদন করেননি।

অবশেষে আনুষ্ঠানিকভাবে এনওসির জন্য বিসিবির কাছে আবেদন করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা। অন্যদিকে লিটন দাশ এখনও আনুষ্ঠানিকভাবে এনওসির জন্য আবেদন না করলেও খুব শিগগিরই তিনিও এ আবেদন করবেন বলে জানা গেছে।

গত জানুয়ারিতে পিএসএলের প্লোয়ার্স ড্রাফট থেকে নাহিদকে দলে নেয় পেশোয়ার জালমি। রিশাদ হোসেন ও লিটন দাশের ঠিকানা হয় লাহোর কালান্দার্স ও করাচি কিংসে।

তবে টুর্নামেন্ট শুরুর অল্পদিন আগেও এদের কেউই এতোদিন এনওসির জন্য বিসিবির কাছে আবেদন করেননি। এনিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, তারা কোনো খেলোয়াড়ের কাছ থেকে আবেদন পাননি।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসলের এবারের আসর। আর ১৮ মে ফাইনালের মধ্র দিয়ে পর্দা নামবে পিএসএলের।