আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আমেরিকা অঞ্চল থেকে খেলছে ব্রাজিল। সেখানে কানাডার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি।
রোববার (১৬ মার্চ) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে কানাডার মুখোমুখি হয় ব্রাজিল নারী ক্রিকেট দল। যেখানে ২৯ রানের সহজ জয় পায় কানাডা।
গতকাল ম্যাচে শুরুতে টস জিতে ব্যাট করতে নামে কানাডা। তবে ব্যাটিং এ খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। ১৯ ওভার ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আমারপ্লে কোর।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৫৩ রান করতে সক্ষম হয় ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন মনিকে মাচাদো।
টুর্নামেন্টে ৫ ম্যাচে চার হারের বিপরীতে মাত্র একটিতে জয় পেয়েছে ব্রাজিল। ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে দলটি। গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা শেষ ব্রাজিলের।