ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফিই জিতেছিলেন তিনি। তাছাড়া মাঠে সব ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার জন্য পেয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’ তকমাও। তবে ঠান্ডা মাথার এই খেলোয়াড়ও যে মাঠে মেজাজ হারাতে পারেন তা দেখা গিয়েছিল ২০১৯ সালের আইপিএলে। এবার সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেছেন ‘খুব বড় ভুল হয়েছিল’!
২০১৯ সালে রাজস্থান রয়েলসের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে মেজাজ হারিয়ে বসেন ‘ক্যাপ্টেন কুল’। আম্পায়ারের ঐ সিদ্ধান্তে ড্রেসিং রুম থেকে সরাসরি মাঠে প্রবেশ করেছিলেন তিনি। এরপর আম্পায়ারের সাথে তর্কে জড়াতে দেখা যায় তাকে।
রাজস্থানের বিপক্ষে ঐ ম্যাচে শেষ ওভারে রাজস্থানের বেন স্টোকস একটি স্লোয়ার বল করতে গিয়েছিলেন। তবে বল তার হাত থেকে ফসকে ফুল টস হয়ে কোমরের উচ্চতায় উড়ে এসেছিল। বোলারের প্রান্তের আম্পায়ার ‘নো বল’ ডাকলেও, স্কোয়ার লেগ আম্পায়ার সেই সিদ্ধান্ত বাতিল করে দেন। এতে বিভ্রান্তি আর হতাশার সৃষ্টি হয় চেন্নাই শিবিরে।

গতকাল রোববার (১৬ মার্চ) এক সাক্ষাৎকারে ঐদিনের ঘটনা নিয়ে কথা বলেছেন ধোনি।
এসময় তিনি বলেন, ‘মেজাজ হারানোর ঘটনা অনেক বারই ঘটেছে। আইপিএলের একটা ম্যাচে আমি হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছিলাম। খুব বড় ভুল হয়েছিল ওটা। সেটা ছাড়াও এমন বেশ কয়েকটা উদাহরণ রয়েছে যেখানে আমি কোনও কিছুতে মেজাজ হারিয়েছি।’
অবশ্য কেন মাঠে এমন কর্মকান্ড করলেন ‘ক্যাপ্টেন কুল’ সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন। এনিয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটা খেলা খেলি যেটা খুব উত্তেজক। সব ম্যাচই জেতার একটা চাপ থাকে। অনেক কিছু সামলাতে হয়। তাই জন্যই আমি সবাইকে পরামর্শ দিই, রেগে গেলে বা বিরক্ত হলে নিজের মুখ বন্ধ রাখো এবং ঘটনার জায়গা থেকে সরে যাও। চাপ সামলাতে গভীর নিঃশ্বাস নিলেও অনেক সময় ভাল কাজ করে।’