‘আফনারা সবাই আসছেন আমারে দেখবার লাগি, আমার খুব ভালো লাগছে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৭:১৫ পিএম

‘আফনারা সবাই আসছেন আমারে দেখবার লাগি, আমার খুব ভালো লাগছে’

ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে সিলেট থেকে রওনা হয়ে গ্রামের বাড়িতে যান হামজা চৌধুরী। হামজার আগমন ঘিরে বাংলাদেশের ফুটবলাঙ্গনে চলছে উৎসবের আমেজ।  

বাংলাদেশে হামজার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্বানঘাট এলাকায়। সেখানে হামজার পৈতৃক বাড়িতে এখন নেমেছে উৎসবের ঢেউ। গ্রামের মানুষ, আত্মীয়স্বজন, সংবাদমাধ্যম মিলিয়ে বাড়িটা যেন গিজগিজ করছে।

বাড়ির সীমানা প্রাচীরের অন্যপাশে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ঝাঁকড়া চুলের হামজাকে দেখতে সংবর্ধনা স্থানে ভিড় করে উৎসুক জনতা। বিকেলে সেখানে গ্রামের বাড়িতে পৌঁছে মঞ্চে উঠে হামজা প্রথমেই সবাইকে সালাম দেন। এরপর বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আফনারা সবাই আসছেন আমাকে দেখবার লাগি।’

 

এটুক বলে হঠাৎ ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলা শুরু করলেন। ইংল্যান্ডের শীর্ষ স্তরে খেলা ২৭ বছর বয়সী ফুটবলার বলে যান, ‘বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।’ এরপর সেখানে উপস্থিত দর্শকও ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে।

দুই-তিনবার ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে ছোট্ট শুভেচ্ছা বক্তব্য শেষ করেন বাংলাদেশের ফুটবলের মহাতারকা। ঘোষকও কম যাননি। ‘ধন্যবাদ হামজা। আমরা তোমার জন্য গর্বিত। তুমি এখানে এসেছ । আমরা বাংলাদেশি। লাল সবুজ রং আমাদের’ এই বলে ঘোষক ইতি টানলেন সংবর্ধনা অনুষ্ঠানের।

আরবি/আরডি

Link copied!