আগামী মাসে মাঠে গড়াবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের কোয়ার্টার ফাইনাল। যেখানে গত বারের চ্যাম্পিয়ন ইয়োকোহামা এফ মারিনোসের বিপক্ষে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।
সৌদি প্রো লিগের আরেক দল ও বর্তমান লিগ চ্যাম্পিয়ন আল-হিলালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ান দল গোয়াংজু এফসি। কোয়ার্টার ফাইনালের অন্য দুই দল কাতারের আল-সাদ ও জাপানি দল কাওয়াসাকি ফ্রন্টেল।
শেষ ষোলোতে এস্টহলালের বিপক্ষে খেলেছিলো আল নাসর। প্রথম লেগে গোলশূন্য ড্র করলেও ফিরতি লেগে রোনালদোর গোলে ৩-০ ব্যবধানে জেতে আল নাসর।
আগামী ২৬ এপ্রিল ইয়োকোহামা এফ মারিনোসের মুখোমুখি হবে আল নাসর। জেদ্দায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচ।
এরপর সেমিফাইনাল দুটি হবে ২৯ ও ৩০ এপ্রিল। আর ফাইনাল মাঠে গড়াবে আগামী ৩ মে।