ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সাকিব বাংলাদেশের ‘মেগাস্টার’: হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলাঙ্গনে এখন চলছে উৎসবের আমেজ। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। 

বাংলাদেশের ফুটবল তথা ক্রীড়াঙ্গনে এখন তিনিই সবচেয়ে বড় তারকা! গত কয়েকদিন ধরে এমন তর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তর্কটি উঠেছিল দেশের ক্রীড়াঙ্গনের আরেক মুখ সাকিব আল হাসানকে ঘিরে। তবে এবার সেই তর্কের অবসান ঘটালেন হামজা নিজেই। সাকিব আল হাসানকে ‘মেগাস্টার’ বলে আখ্যা দিয়েছেন তিনি। 

আজ সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর সেখান থেকে হবিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে যান তিনি।

নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী।। ছবি: সংগৃহীত 

এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না… (তার সঙ্গে তুলনা করা ঠিক) ।’

সাবিক আল হাসানকে ভালোভাবেই চেনেন হামজা। তাছাড়া সাকিব যে বাংলাদেশের কত বড় তারকা তা তিনি বাংলাদেশে আসার আগেই টের পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দলের খেলাও তিনি নিয়মিত দেখেন।  এর আগে ২০২০ সালে দেশের শীর্ষ স্থানীয় একটি পত্রিকায় সাক্ষাৎকারে সেটি তিনি উল্লেখ করেছিলেন। 

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে ম্যাচে জেতার প্রত্যয় ব্যক্ত করেন হামজা। তাছাড়া আগামী ২০২৫ এশিয়ান কাপে বাংলাদেশকে তিনি দেখতে চান বলে জানান তিনি।