চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৯:২৭ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিন

ছবি: সংগৃহীত

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। কোন ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল শান্ত-মিরাজরা। টুর্নামেন্ট জুড়ে হতশ্রী পারফর্ম করেছে ব্যাটাররা। তবে এতোসব অন্ধকারের মধ্যেও ঠিকই আলো কেড়েছেন পেসাররা। অনেক সাবেকরা প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন-সাকিবদের। এবার আইসিসির সেরা বোলিংয়ের তালিকাতেও আছেন বাংলাদেশের এক পেসার।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি আজ চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংগুলো নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তার করা একটি ডেলিভারি আছে ভিডিওতে। 

এই ভিডিওর শুরুতেই দেখা যায় পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে। ভারতের বিপক্ষে ম্যাচে ওপেনার শুভমন গিলকে নিজের স্পিন ঘূর্ণিতে বোকা বানান এই স্পিনার। এরপর চোখের ইশারায় সে ভারতীয় ক্রিকেটারকে ড্রেসিংরুমে যেতে বলেছেন। 

এরপরই ভিডিওতে দেখা যায় তাসকিন আহমেদকে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ইনসুইংয়ে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো। বাংলাদেশের এই পেসারের মতো উল্লাসে মেতেছিল পুরো দল।

আইসিসির সেরা বোলিংয়ের এই ভিডিওর তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্ল্যান্টনার। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে রাসি ফন ডার ডাসেনকে বোল্ড করেন তিনি। ভিডিওতে এরপরেই স্থান করে নিয়েছেন কুলদীপ যাদব। নিউজিল্যান্ডের ওপেনার রাচীন রবীন্দ্র যখন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন, তখন অসাধারণ এক ডেলিভারিতে কিউই ওপেনারকে বোল্ড করেন কুলদীপ। 

শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পোস্টে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হয়েছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামে। যেখানে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। 
 

আরবি/আরডি

Link copied!