বিশ্বকাপ বাছায়ে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করেছেন কোচ লিওনেল স্কালোনি। এই দলে রাখা হয়নি লিওনেল মেসিসহ বেশ কয়েকজন নামি খেলোয়াড়।
আজ সোমবার (১৭ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের জন্য দুটো ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হয়। এ দলে লিওনেল মেসি ছাড়াও বাদ পড়েছেন পাওলো দিবালা, জিওভানি লো সেলসো ও আলেহান্দ্রো গ্রানাচো।
আর্জেন্টিনার চূড়ান্ত দল:
গোলকিপার:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোমিনো রুল্লি, ওয়ালটার বেনিটেজ
ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, গোঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, লিওনার্দো বালদের্দি, জুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্ডি, মেডিনা, নিকোলা টালিয়াফিকো
মিডফিল্ডার:
লিসান্দ্রো পেরাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকিয়েল প্যালাসিওস, এলেক্সিস ম্যাক এলেস্টার, ম্যাক্সিমো পেরন, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, নিকোলাস গঞ্জালেস
ফরোয়ার্ড:
জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।