দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০১:১৬ পিএম

দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল

ছবি: সংগৃহীত

গত পরশু রাত থেকেই বাংলাদেশের ফুটবল বিশ্বে চলছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরির উন্মাদনা। গতকাল তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে দেশে এসেছেন, আর তাই দেশের ফুটবলপ্রেমীরা তাকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন।

তবে হামজার আগমন ও উন্মাদনায় সকলের দৃষ্টি কেন্দ্রিত হলেও, এর মধ্যে সৌদি আরব থেকে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হকের ফিরে যাওয়ার ঘটনা আড়ালে পড়ে গেছে।

জানা গেছে, বাংলাদেশ দল আজ সকালে সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল তায়েফে সপ্তাহ খানেক ক্যাম্প করলেও ঢাকায় ফিরেননি। ইতালি থেকে ৯ মার্চ ক্যাম্পে যোগ দেন ফাহমিদুল। একটা অনুশীলন ম্যাচও খেলেছেন। এরপরেই ফিরেছেন ইতালিতে। সেখানে ওলবিয়া ক্যালসিও ক্লাবের খেলোয়াড় তিনি।

এ বিষয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব কিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’

ফাহমিদুলের ফিরে যাওয়ার পর, বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড ৩০ থেকে ২৯ জনে নেমে এসেছে। তবে, ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, কারণ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। পাপন সিং ও সুশান্ত ত্রিপুরা সৌদিতে ইনজুরিতে পড়েছেন এবং তাদের বাদ পড়া নিশ্চিত, এছাড়া তপু ও তারিক কাজীও পুরোপুরি ফিট নন।

এখন দলের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্বাচন একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে এবং কোচ ক্যাবরেরার সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ রয়েছে।

আরবি/এফআই

Link copied!