কিউইদের কাছে আবারও পাকিস্তানের হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৩:২৬ পিএম

কিউইদের কাছে আবারও পাকিস্তানের হার

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৯১ রানে অলআউটের পর এবার দ্বিতীয় ম্যাচেও হেরেছে পাকিস্তান। আজ মঙ্গলবার (১৮ মার্চ) নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। এ জয়ের মধ্য দিয়ে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ তে এগিয়ে গেল কিউইরা।

এদিন শুরুতে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে বৃষ্টির কারনে ম্যাচটি দেরিতে শুরু হলে ১৫ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ। টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই হারাই ওপেনার হাসান নেওয়াজকে। এতে চাপে পড়ে যায় তারা। অধিনায়ক সালমান আঘা সেই চাপ সামাল দিতে চেষ্টা চালিয়ে গেলেও বাকিদের তেমন সাড়া পাওয়া যায়নি। একে একে সাজঘরে ফিরে গেছেন বাকি ব্যাটাররা।

তবে শেষদিকে শাদাব খানের ১৪ বলে ২৬ এবং শাহিন আফ্রিদির ১৪ বলে ২২ রানে ভর করে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে হেসেখেলেই সে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। যদিও নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল ধীরস্থিরভাবে। প্রথম ওভারে কোন রানই তুলতে পারেনি তারা।

এরপরই তাণ্ডব শুরু করে কিউই দুই কিউই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেন। শাহিন আফ্রিদির এক ওভারেই ৪টি ছয় হাকান সাইফার্ট। মূলত সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান।

দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচ জিততে তেমন কোন বেগ পেতে হয়নি কিউইদের। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায় তারা।

আরবি/আরডি

Link copied!