আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছায়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এছাড়াও এই ম্যাচের প্রাথমিক দলে ছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। যোগ দিয়েছিলেন তায়েফে বাংলাদেশ দলের ক্যাম্পেও। তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি এই ফুটবলারের। তায়েফ থেকে ইতালিতে ফিরে গেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ দল সৌদি আরব থেকে ঢাকায় ফিরলেও দলের সঙ্গে আসেননি ফাহমিদুল। এনিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি ফিরে গেছে। স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব দিক বিবেচনা করেই চূড়ান্ত দল গড়েছেন।’
এদিকে ফাহমিদুলের ইতালি ফিরে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমাচোলনা ঝড়। অনেকেই দল গঠনে কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাছাড়া জাতীয় দলে কোন সিন্ডিকেটের উপস্থিতি আছে কিনা সেটি নিয়েও ভাবছেন অনেকে।
তবে বিষয়টি স্পষ্ট করেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। ফাহমিদুল প্রসঙ্গে এই স্প্যানিশ কোচ বলেন, ‘‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’
ফাহমিদুলকে প্রতিভাবান উল্লেখ করে তিনি বলেন, ‘সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’
এসময় আরেক প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরিকে নিয়ে ক্যাবরেরা বলেন, ‘হামজাকে নিয়ে সবাই রোমাঞ্চিত। প্রতি সপ্তাহে আমার সঙ্গে তার কথা হয়েছে। এখন আমাদের লক্ষ্য ভারতকে হারানো।’