ডিপিএলে রানের ‘সেঞ্চুরি’ হাঁকিয়ে অনাকাঙ্খিত লজ্জায় পড়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে এ সেঞ্চুরি তিনি করেছেন বল হাতে। আজ
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভার বল করে ১০৭ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে এতদিন সবচেয়ে ব্যয়বহুল বোলিং রেকর্ডটি ছিল শাহাদাত হোসেনের দখলে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন শাহাদাত। তবে এবার তাকে টপকে গেছে মোহামেডানের হয়ে খেলা তাসকিন।
আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বোলিংয়ে নেমে প্রথম স্পেলে তিন ওভার বল করে ৩৩ রান দেন তাসকিন। আর দ্বিতীয় স্পেলে সমান ৩ ওভার বল করে ১ উইকেটের বিনিময়ে এ পেসার দেন ২১ রান।
এরপরের দুই ওভারে অবশ্য কামব্যাক করেন এই পেসার। ৮ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। তবে শেষ দুই ওভারে ৪৫ রান দিয়ে এক উইকেটের শিকার করেন তাসকিন।
তাসকিনের এমন রান উদারচিত্তে রান বিলানোর দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়। ১৪৩ বলে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
আপনার মতামত লিখুন :