চলতি মাসে বিশ্বকাপ বাছায়ের ম্যাচে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুটো ম্যাচকে সামনে রেখে গতকাল আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করেছে কোচ স্কালোনি। যে দলে রাখা হয়নি লিওনেল মেসিকে।
এদিকে স্কোয়াড ঘোষণার ২৪ ঘন্টা আগেও মায়ামির হয়ে মাঠে নেমেছেন মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচে ৯০ মিনিট খেলে করেছেন ১ গোল। তাই প্রশ্ন জেগেছিল কেন আর্জেন্টিনার স্কোয়াডে নেই মেসি!
জানা যায়, এমএলএসে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচেই ইনজুরিতে পরেছেন মেসি। তাই ২৫ জনের স্কোয়াডে তার জায়গা হয়নি।
দল থেকে ছিটকে যাওয়ায় বিষয়টি নিয়ে নিজের ইন্সটাগ্রামে বার্তা দিয়েছেন মেসি। সেখানে তিনি বলেন, ‘‘আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
এদিকে মেসির ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন তিনি। তবে এটি গুরুতর কিছু নয়। চাইলেই আগামী ২৫ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ তিনি খেলতে পারতেন। তবে ক্যারিয়ারের কথা ভেবেই তাকে রাখা হয়নি স্কোয়াডে।
আর্জেন্টিনার চূড়ান্ত দল:
গোলকিপার:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোমিনো রুল্লি, ওয়ালটার বেনিটেজ
ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, গোঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, লিওনার্দো বালদের্দি, জুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্ডি, মেডিনা, নিকোলা টালিয়াফিকো
মিডফিল্ডার:
লিসান্দ্রো পেরাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকিয়েল প্যালাসিওস, এলেক্সিস ম্যাক এলেস্টার, ম্যাক্সিমো পেরন, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, নিকোলাস গঞ্জালেস
ফরোয়ার্ড:
জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।