ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ডিপিএল

শান্তর সেঞ্চুরিতে আবাহনীর বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অধিনায়ক নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া লক্ষ্য ৮ বল হাতে রেখেই জেতে নাজমুল শান্তর দল।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে শুরুতে ব্যাট করতে নামে রূপগঞ্জ। ইনিংসে খুব ভালোভাবেই শুরু করেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। তবে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেনি তারা। ২০ বলে ২৪ রান করেন তানজিদ হাসান তামিম। আর অন্য ওপেনার সৌম্য সরকার করেন ৩১ বলে ২৭ রান।

এরপর ৯৪ রানের পার্টনারশিপ গড়েন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে রূপগঞ্জ। সর্বোচ্চ ৬৭ রান করেন সাইফ। আবাহনীর হয়ে দুইটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকত।

নির্দিষ্ট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তবে জিসান আলমকে সাথে নিয়ে আবাহনীর ইনিংসকে সঠিক পথে রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ৪৩ বলে ৪৬ রান করে জিসান আউট হলে শান্তকে সঙ্গ দেন মোহাম্মদ মিথুন।

মোহাম্মদ মিথুনের সাথে একটি অর্ধশত রানের জুটি গড়েন শান্ত। ব্যক্তিগত ৩৪ রানে মিথুন আউট হলেও সেঞ্চুরির পথে এগিয়ে গেছেন শান্ত। ইনিংসের ৩৫তম ওভারে সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি ব্যাটার৷ পরের ওভারেই শেখ মেহেদীর শিকার হন তিনি।

এরপর মোসাদ্দেক আউট হলেও মুমিনুল, মাহফুজুর রহমান রাব্বিদের ব্যাটে ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেয়েছে আবাহনী। মুমিনুল অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৫ রান করে, রাব্বি অপরাজিত ছিলেন ২৫ বলে ৩১ রান করে।