নিজ গ্রামে দরিদ্রদের অর্থ সহায়তা দিলেন হামজা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৫:৫৫ পিএম

নিজ গ্রামে দরিদ্রদের অর্থ সহায়তা দিলেন হামজা

ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল (১৭ মার্চ) বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী। দেশে পৌঁছেই তিনি গেছেন হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ গ্রামের বাড়িতে। সেখানে দরিদ্রদের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন হামজা চৌধুরী। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

হামজা নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ করেছেন। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়া-শোনার সুযোগে করে দিয়েছেন। এদিন বিকেলে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি।

হামজার বাবা মুর্শেদ চৌধুরী জানান, ‘প্রতি বছরই হামজা গ্রামের দরিদ্রদের জন্য অর্থ সহায়তা পাঠায়। মসজিদ, মাদ্রাসা ও দরিদ্রদের সহায়তা করতে পছন্দ করে হামজা। নিজ অর্থায়নে মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা করছে সে।’
 

আরবি/আরডি

Link copied!