মুস্তাকিমের ৪০০ রানের রেকর্ড ইনিংস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৬:৩৬ পিএম

মুস্তাকিমের ৪০০ রানের রেকর্ড ইনিংস

ছবি: সংগৃহীত

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ১৭০ বলে ৪০৪ রানের এক ইনিংস খেলে রেকর্ড গড়েছেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ব্যাটার মুস্তাকিম। যা স্বীকৃত ক্রিকেটে কোন বাংলাদেশির করা ব্যক্তিগত সর্বোচ্চ রান।

এদিন সেন্ট গ্রেগোরিসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৭০ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ক্যামব্রিয়ান। ৫০ চারের সাথে ২২টি ছক্কা হাঁকিয়ে ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত ছিলেন ক্যামব্রিয়ানের ওপেনার মুস্তাকিম।

মুস্তাকিম বাদে ক্যামব্রিয়ানের বাকি ব্যাটারদের মধ্যে ১২৪ বলে ২৫৬ রানের বিশাল এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাদ পারভেস। ৩য় উইকেটে মুস্তাকিম এবং সাদ মিলে গড়েন ৬৯৯ রানের জুটি।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই গুঁটিয়ে গেছে গ্রেগোরিস।

আরবি/আরডি

Link copied!