শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হওয়ার পরপরই মহিলা আন্তর্জাতিক মাস্টার তকমা পেয়েছেন এই দাবাড়ু। পাশাপাশি ৫ জুলাই জর্জিয়ার হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার টিকিটও হাতে পেলেন ওয়াদিফা।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে বিশ্বকাপের টিকিট লুফে নিয়েছে ওয়াদিফা।
নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এ জন্য নর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। সে ক্ষেত্রে তাঁর মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা রইল না।
ওয়াদিফা জানিয়েছেন, তার প্রাথমিক লক্ষ্য দেশের প্রথম মহিলা মাস্টার হওয়া। এরপরের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার। তবে সেই লক্ষ্য পূরণে শতভাগ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।
এর আগে ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর এই খেতব পান শামীমা সুলতানা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা।
আপনার মতামত লিখুন :