নিউজিল্যান্ড ‍‍‘এ’ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৯:৪৭ পিএম

নিউজিল্যান্ড ‍‍‘এ’ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

চলতি বছর জুনে তিনটি একদিনের ও দুইটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সেই সিরিজের সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবি সূত্র বলছে, আগামী ১ মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এরপর ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে একদিনের ম্যাচ। ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। 

এরপর একই মাঠে ১৪ মে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। ২১মে থেকে ২৪ মে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
উল্লেখ্য, নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজটি গত বছর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থির কারণে নিরাপত্তা ইস্যুতে সিরিজটি স্থগিত করেছিল

নিউজিল্যান্ড। পরবর্তীতে সিরিজটি পিছিয়ে যায়৷ চলতি মাসে নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরে সন্তুষ্টির পর মাঠে গড়াতে চলছে ‍‍‘এ‍‍’ দলের এই সিরিজ।

একনজরে নিউজিল্যান্ড ‍‍‘এ‍‍’ দলের বাংলাদেশ সফরের সূচি :

৫ মে - প্রথম একদিনের ম্যাচ - সিলেট

৭ মে - দ্বিতীয় একদিনের ম্যাচ - সিলেট

১০ মে - তৃতীয় একদিনের ম্যাচ - সিলেট-২

১৪ মে -১৭ মে - প্রথম একদিনের ম্যাচ - সিলেট

২১ মে - ২৪ মে - দ্বিতীয় একদিনের ম্যাচ - মিরপুর

আরবি/আরডি

Link copied!