অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন হামজা চৌধুরী । আগামী ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে হামজার। এবার এই হামজা চৌধুরীরে বাংলাদেশের মেসি বলে মন্তব্য করেছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
আজ বুধবার (১৯ মার্চ) ঢাকার টিম হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে হাজির হন জামাল ভূঁইয়া। এসময় তিনি এ মন্তব্য করেন।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অবসর ভেঙে মাঠে নামবেন ভারতের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী। তাই বাংলাদেশ বনাব ভারতের এই লড়াইকে অনেকেই বলছেন হামজা-ছেত্রী লড়াই হিসেবে মনে অনেকে।
সংবাদ সম্মেলনে হামজা ও সুনীল ছেত্রীকে প্রসঙ্গ নিয়ে জামাল বলেন, ‘আমি মনে করি না ম্যাচটা সুনীল ছেত্রী ও হামজা চৌধুরীর মধ্যে হবে। সুনীল অনেক ভালো প্লেয়ার, সে তার দেশের হয়ে দারুণ অবদান রেখেছে। তবে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার।’
২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেখ হয়েছিল জামাল ভূঁইয়ার। এরপর থেকে দলের নিয়মিত সদস্যও তিনি। মূলত তার পদাঙ্ক অনুসরণ করেই দেশের হয়ে খেলবেন হামজা। তাছাড়া হামজা আসার পর দেশের ফুটবলাঙ্গনে চলছে উৎসবের আমেজ।
তাই হয়তো হামজাকে বাংলাদেশের মেসি আখ্যায়িত করে জামাল বলেছেন, ‘হামজা বাংলাদেশের মেসি’।
বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলছেন হামজা। বর্তামনে শেফিল্ড উইনাইটেডের হয়ে মাঠ মাতান এই বাংলাদেশি। এছাড়াও ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও খেলেছিলেন তিনি।