ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ফিলিস্তিনিদের জন্য হামজার প্রার্থনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ভেঙে আবারও ফিলিস্তিনে হামলা শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর বিমান হামলা চালিয়েছে তারা। যেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০। যাদের বেশিরভাগই আবার নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে অসংখ্য। 

ফিলিস্তিনে ইসরাইলের এই বর্বর হামলায় ক্ষোভ প্রকাশ করছেন সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষেরা। ইসরাইলের হাত থেকে ফিলিস্তিনিদের মুক্তির প্রার্থনাও করছেন বিবেকবান এসব মানুষ।

এই বিবেকবান মানুষের তালিকায় যোগ দিয়েছেন সদ্য বাংলাদেশ ফুটবল দলে যোগ দেওয়া হামজা চৌধুরী। ফিলিস্তিনিদের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক স্টোরিতে ফিলিস্তিনিদের দের জন্য তিনি লেখেন, ‘ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা’। এছাড়া আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সংবাদ সম্মেলনেও ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন তিনি। 

হামজা চৌধুরীর ফেসবুক স্টোরি।। ছবি: ফেসবুক

উল্লেখ্য, গত ১৫ মাসে ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে প্রাণ হারিয়েছে অন্তত ৪৮ হাজার মানুষ। তবে মাঝখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল হানাদার ইসরায়েলি বাহিনী। তবে পবিত্র রামজান মাসের মধ্যেই গত সোমবার থেকে আবারও ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা শুরু করে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। 

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে অভিষেক হবে হামজার। ম্যাচটি ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হবে।