আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরির। গত ১৭ মার্চ বাংলাদেশে পা রেখেছেন তিনি। আজ সন্ধ্যায় প্রথমবারের মতো জাতীয় দলের সাথে অনুশীলন করবেন তিনি।
এর আগে বাংলাদেশের ফুটবলে জাতীয় দলের জন্য কখনো টিকিটির ব্যবস্থা ছিল না। তবে এবার হামজাকে কেন্দ্র করে অনুশীলনকে বিশেষ গুরুত্ব দিয়ে টিকিটের ব্যবস্থা করছে বাফুফে। বাফুফের অধিভুক্ত বিভিন্ন ক্লাব, ফেডারেশনকে টিকিট দিয়েছে ফেডারেশন। টিকিট ছাড়া আজকের এই অনুশীলন সেশনে কেউ প্রবেশ করতে পারবে না।
ক্লাব ও ফেডারেশনের বাইরে মিডিয়ার জন্যও রয়েছে টিকিট। টিকিট। মিডিয়াকে টিকিট নিয়ে হামজার অনুশীলন সেশন কাভার করতে হবে। ঘণ্টা খানেকের বেশি সময় অনুশীলন হলেও মিডিয়ার উপস্থিতি থাকবে ১৫-২০ মিনিট।
এদিকে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন হামজা। তবে বাংলাদেশের হয়ে মিডফিল্ড পজিশনে খেলতে চান তিনি। এনিয়ে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমাদের আরও পাঁচটি অনুশীলন সেশন আছে। এরপর সিদ্ধান্ত হবে।’
আপনার মতামত লিখুন :