আইপিএল অভিষেক হবে ১৩ বছর বয়সী ক্রিকেটারের!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৫:০৬ পিএম

আইপিএল অভিষেক হবে ১৩ বছর বয়সী ক্রিকেটারের!

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের নিলামে রাজস্থান রয়েলসের হয়ে নাম লিখিয়েছেন বৈভব সূর্যবংশী। ১৩ বছর বয়সী খেলোয়াড়কে ১.১০ কোটি রূপিতে দলে ভিড়িয়েছিল রাজস্থান। যদিও এখনই এই খেলোয়াড়েরর আইপিএল অভিষেক হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বৈভবের অভিষেক নিয়ে অবশ্য স্পষ্ট করেছেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। অভিষেকের জন্য বৈভবকে আরও অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

এনিয়ে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত নই যে ওকে খেলানো হবে কি না। দলের কৌশল, পিচ এবং বিপক্ষের উপর সেটা নির্ভর করছে। আমরা ওকে দলে নিয়েছি কারণ ও প্রতিভাবান ক্রিকেটার। ওর অনেক দক্ষতা রয়েছে। তরুণ ক্রিকেটার। এত কম বয়সে এত প্রতিভাবান ক্রিকেটার আগে দেখিনি। আশা করি ভবিষ্যতে বড় ক্রিকেটার হবে।’

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। বিজয় হজরা ট্রফিতে বারোদার বিপক্ষে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে করেন অর্ধশতরান। এছাড়া যুব দলের টেস্টে দ্রুততম ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে।

আরবি/আরডি

Link copied!