বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা লিওনেল মেসি। যার শুরুটা হয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হাত ধরে। নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময়ই লা মাসিয়ায় কাটিয়েছিলেন তিনি। তবে ২০২১ সালে বার্সা ছেড়েছিলেন তিনি। এর মাঝে কয়েকবার গঞ্জন উঠেছিল বার্সেলোনায় ফিরবেন তিনি। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবতার মুখ দেখেনি। তবে যুক্তরাষ্ট্রের টিএনটি স্পোর্টস বলছে, আগামী ফুটবল বিশ্বকাপের পরই বার্সায় ফিরবেন তিনি।
বর্তমানে বার্সেলোনার ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প ন্যু-তে চলছে সংস্কার কাজ। নতুন ও আধুনিক স্পটিফাই ক্যাম্প ন্যু-এর কাজ ২০২৬ সালের গ্রীষ্মে শেষ হবে বলে আশা করা হচ্ছে। আর এই স্টেডিয়ামের উদ্বোধনীতেই মাঠে থাকবেন মেসি।
টিএনটি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের পর ক্যাম্প ন্যু নিয়ে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে বার্সা। তখনই ক্লাবে ফেরানো হবে লিওলেন মেসিকে!
বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে মেসি। তাছাড়া এই কাতালোনিয়া শিবিরেই তার বেড়ে উঠা। তাই ক্যাম্প ন্যু-তে মেসির প্রত্যাবর্তন হোক এমনটাই চাওয়া তার ভক্ত সমর্থকদের। আর মেসি যদি বার্সায় ফিরে তবে তা ভক্ত সমর্থকদের জন্য হবে রূপকথার মতো!