বাংলাদেশ ম্যাচের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৭:০১ পিএম

বাংলাদেশ ম্যাচের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ দিয়ে অবসর ভেঙে ফিরবেন দলের অন্যতম তারকা খেলোয়াড় সুনীল ছেত্রী। তবে এই ম্যাচে সুনীলকে পেলেও বড় দুঃসংবাদ পেয়েছেন কোচ মানোলো মার্কেজ।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ছিটকে গেছেন ভারতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য লালিয়ানজুয়ালা ছাংতে এবং মানভির সিং।

বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচেও পাওয়া যাবে না এই দুই খেলোয়াড়কে।

উল্লেখ্য, ছাংতে বিগত কয়েকবছর ধরেই ভারতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য। সবশেষ ২০২৪ সালেও ভারতের বর্ষসেরা খেলোয়াড়েরর তকমা জিতেছেন এই ফরোয়ার্ড। তবে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মুম্বাই সিটি এফসির হয়ে খেলার সময়ে চোট পান তিনি।

এদিকে আরেক ফরোয়ার্ড মানভির সিংকেও চূড়ান্ত দলে রাখা হয়নি। জানা যায় ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন এই খেলোয়াড়। তবে ঠিক কোন ধরনের ইনজুরিতে তিনি পড়েছেন তা জানা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের ছিটকে যাওয়াতে বিশেষ সুবিধা পাবে বাংলাদেশ। এছাড়াও ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সও বাংলাদেশকে আশাবাদী করতে পারে।  

আরবি/আরডি

Link copied!