আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৭:২৯ পিএম

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যারা

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হবে আগামী ২২ মার্চ। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৮ তম আসরের।

এদিন কলকাতার ইডেন গার্ডেনস মাঠে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে দেখা যাবে বলিউডের নামি-দামি সব তারকাদের।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান। এছাড়া থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন, ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খান।

এদিন অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন, দুই ভারতীয় জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। আমেরিকান পপ ব্যান্ড ওয়ানরিপাবলিক (OneRepublic) মাতাবেন মঞ্চ।

উল্লেখ্য, ১০ দলের আইপিএলে গ্রুপ পর্ব, কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। ভেন্যু হিসেবে থাকছে ১৩টি মাঠ। ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের পর্দা নামবে ২৫ মে।

আরবি/আরডি

Link copied!