ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আইপিএল ২০২৫

নিষিদ্ধ হার্দিক, মুম্বাইয়ের নেতৃত্বে কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়িার লিগ (আইপিএল) শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পেয়ে যাচ্ছে ৬ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। গত সপ্তাহেই জানা গিয়েছিল ইনজুরির কারণে প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলবেন না দলের অন্যতম বোলার জাশপ্রিত বুমরাহ। এবার নিষেধাজ্ঞার মুখে পড়লেন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

গত আসরের মুম্বাই ইন্ডিয়ানসের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, যা এবার কার্যকর হবে। ফলে আসন্ন মৌসুমের প্রথম ম্যাচে দলের নেতৃত্ব দিতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে।

আগামী ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। মুম্বাই নিজেদের প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেই ম্যাচে হার্দিক পান্ডিয়ার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব।

এই বিষয়ে মুম্বাই ইন্ডিয়ানসের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘সূর্যকুমার যাদব ভারতকেও নেতৃত্ব দিয়েছে। সে এবার মুম্বাইকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবে, আমার অনুপস্থিতিতে এটাই সঠিক পছন্দ।’

মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনেও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবেও জানিয়েছি যে হার্দিক এক ম্যাচ মিস করতে যাচ্ছে। সূর্য দলকে নেতৃত্ব দেবে এবং এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।’