আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৪ বছর পর তার চিকিৎসারে দায়িত্বে থাকা চিকিৎসকদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। গত ১১ মার্চ আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এক আদালত ৭ চিকিৎসকের বিচার প্রক্রিয়া শুরু করে। এবার সেই বিচার প্রক্রিয়ায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ম্যারাডোনার মৃত্যুর বিচারপ্রক্রিয়ায় এখন বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ঐসকল পুলিশ কর্মকর্তারা যারা ম্যারাডোনার মৃত্যুর দিন শুরুতে ঘটনাস্থলে পৌঁছান।
এ মামলার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তা লুকাস ফারিয়াস বলেন, ‘দিয়েগো ম্যারাডোনার যে বিষয়টি সবার আগে আমার নজর কেড়েছে তা হলো, ম্যারাডোনার মুখের অবস্থান এবং তলপেটে এতটাই ফুলেছিল যে মনে হচ্ছিল তখনই বিস্ফোরণ হবে। ম্যারাডোনাকে ওভাবে দেখে আমি চমকে গিয়েছিলাম।’
এছাড়া ম্যারাডোনার কক্ষে কোন চিকিৎসা সরঞ্জাম ছিল না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, ম্যারাডোনার মৃত্যুর পর ২০২২ সালে একটি মামলা দায়ের করে তার পরিবার। সেই মামলার ভিত্তিতে প্রসিকিউটর ও বিচারকরা ৮ চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছিলেন। যার ২ বছর পর সেই শুনানি শুরু করা হয়েছে।