নিষেধাজ্ঞা কাটল সাকিবের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:৩৬ এএম

নিষেধাজ্ঞা কাটল সাকিবের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর ফলে তিনি আবারও স্বীকৃত ক্রিকেটে বোলিং করার অনুমতি পেয়েছেন।

গত বছর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলাকালীন তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর তিনি ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইতে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি।

পরে বোলিং অ্যাকশনের উন্নতির জন্য সাকিব গত কয়েক সপ্তাহ ধরে সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের পর তিনি ইংল্যান্ডে পুনরায় পরীক্ষা দেন এবং এবার সফল হন। তৃতীয়বারের চেষ্টায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ইংল্যান্ডের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে বোলিংয়ের অনুমতি পেয়েছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে সারের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। পরবর্তী মূল্যায়নে তার অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে নিষিদ্ধ করে।

একই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অনুপস্থিত। সেই সফরের পর দেশে ফিরে আসতে পারেননি নানা কারণে।

আরবি/এফআই

Link copied!