উয়েফা নেশন্স লিগ

কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে আট দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৩:৫৮ পিএম

কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে আট দল

ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের চলতি মৌসুমের শেষ আটের মহারণ শুরু হচ্ছে আজ। এদিন সেমিতে উঠার লড়াইয়ে মাঠে নামবে স্পেন-জার্মানি-ইতালিসহ আটদল। 
বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একই সাথে মাঠে গড়াবে আসরের চারটি ম্যাচ। 

কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ড ও স্পেন। এ ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিট হয়েই মাঠে নামবে স্পেন। নিজেদের সবশেষ ৫ ম্যাচের সবক’টিতে জিতেছে তরা। তাছাড়া লামিল ইয়ামাল, পেড্রি, উইলিয়ামরা আছে দুর্দান্ত ফর্মে। তবে নেদারল্যান্ডকে সমীহ করে দেখছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের। তিনি বলেন, নেদারল্যান্ডসের দল খুবই তরুণ, প্রতিভাবান। এই ম্যাচটি আমরা ফাইনালের মতো দেখছি।’

অপরদিকে, এদিন নিজেদের ঘরের মাঠে জার্মানির মুখোমুখি হবে ইতালি। যদিও ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে ইতালি শিবির। চোটের কারণে ছিটকে গেছে ফরোয়ার্ড মাতেও রেতেগি। উরুর ইনজুরিতে জার্মানির বিপক্ষে দুই লেগেই তাকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে ইতালি ফুটবল অ্যাসোসিয়েশন। এদিকে ছন্দে আছে জার্মানিও। নিজেদের সবশেষ ৫ ম্যাচের একটিতেও হারতে হয়নি জুলিয়ান নাগলসম্যানের শিষ্যদের।

আসরের শেষ আটের অন্য দু’টি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স এবং ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। 

উল্লেখ্য, আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। ৪ ও ৫ জুন মাঠে গড়াবে শেষ চারের দুটি ম্যাচ। মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে একই মাসের ৮ তারিখ।
 

আরবি/আরডি

Link copied!