উয়েফা নেশন্স লিগ

পিছিয়ে পড়ে জিতলো জার্মানরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১০:২৩ এএম

পিছিয়ে পড়ে জিতলো জার্মানরা

ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের সেমিতে ওঠার লড়াইয়ে এক ধাপ এগিয়ে থাকলো জার্মানি। বৃহস্পতিবার (২০ মার্চ) ইতালিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

এদিন শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় ইতালি। ম্যাচের নবম মিনিটে দলকে লিড এনে দেন নিউক্যাসল তারকা সান্দ্রো তোনালি। এরপর প্রথমার্ধে আর কোন দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাড়াই জার্মানরা। ম্যাচের ৪৯ মিনিটে দলকে সমতায় ফেরান টিম ক্লাইনডিন্সটের। এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান লেয়ন গোরেটস্কা। দুই গোলেই এসিস্ট করেন জশুয়া কিমিখ।

শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। এতে সেমির পথে এক পা দিয়ে রাখলো জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।

আরবি/আরডি

Link copied!