ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

উয়েফা নেশন্স লিগ

নিষ্ক্রিয় রোনালদোদের হারালো ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১০:৫২ এএম
নিষ্ক্রিয় রোনালদোদের হারালো ডেনমার্ক
ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ডেনমার্কের সাথে হেরেছে ১-০ গোলে। বৃহস্পতিবার (২০ মার্চ) ডেনমার্কের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রাসমুস হয়লুন্দ।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পর্তুগিজরা। তবে গোলে অভিমুখে তাদের অনেকটাই নিষ্ক্রিয় ছিল রোনালদো-ব্রুনোরা। অন্যদিকে পুরো ম্যাচ জুড়েই পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তাকে বেশ ভালোই পরীক্ষায় ফেলেছে ডেনমার্ক। পুরো ম্যাচে ডেনমার্ক ২৩টি শট নিয়েছে, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি।

এদিন প্রথমার্ধেই অবশ্য এগিয়ে যেত পারতো ডেনিশরা। পর্তুগালের মিডফিল্ডার রেনাতো ভেইগার হাতে বল লাগে ডি-বক্সে, ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু স্পট কিকে ক্রিস্মিয়ান এরিকসেনের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন কস্তা।

রোনালদোকে দর্শক বানিয়ে ‘সিউ’ উদযাপন।। ছবি: সংগৃহীত

বিরতির পরও পর্তুগিজ শিবিরে একের পর এক আক্রমণ চালাতে থাকে ডেনিশরা। ম্যাচের ৭৮ তম মিনিটে বদলি হিসেবে নামা হয়লুন্দ ডেডলক ভাঙেন। এরপর একাধিক চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি পতুর্গাল।

আগামী রোববার ফিরতি লেগে পতুর্গালের ঘরের মাঠে মুখোমুখি হবে দু’দল।