বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারের। আর হামজার উপস্থিতিতে জয় পাওয়া সহজ হবে না ভারতের। তাই তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন ভারতীয় কোচ মানোলা মার্কুয়েজ।
সম্প্রতি এক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এই দিন গোল পেয়েছেন সদ্য অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তুলনামূলক স্বস্তিতে থাকবে ভারত। তবে চিন্তার বিষয় হামজা। এমনটাই মনে করছেন ভারতীয় কোচ।
এনিয়ে তিনি বলেন, ‘আমি জানি সবাই হামজাকে নিয়ে একটু বেশিই ভাবছে। সে প্রিমিয়ার লিগ খেলেছে, এখন চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তার স্কিল অন্যদের চেয়ে আলাদা এটা মানতেই হবে। তবে ম্যাচটা কারো জন্যই সহজ হবে না। বাংলাদেশ-ভারত দু দলের জন্যই কঠিন হবে এখানে জয় তুলে নেয়াটা। তবে, আমাদের জন্য এটা ফাইনাল ম্যাচ, জয়ের বিকল্প নেই।’
এদিকে ভারত-বাংলাদেশ ম্যাচটি যে হামজার কারণে বিশেষ মনোযোগ পাচ্ছে সেবিষয়ে নিশ্চিত ভারতীয় ফরোয়ার্ড লিস্টন। তবে হামজাকে নিয়ে ভীত নয় ভারত। তাছাড়া তাকে নিয়ে আলাদা পরিকল্পনাও করছে দলটি।
হামজা প্রসঙ্গে লিস্টন বলেন, ‘হামজাকে নিয়ে সবার আলোচনা করাটা স্বাভাবিক। আমাদের মাঝেও তাকে নিয়ে কথা হয়েছে। সে কোন মানের খেলোয়াড় আমরা জানি। কিন্তু সত্যি বলছি, আমরা ভীত নই। বরং তাকে দেখতে মুখিয়ে আছি। আমাদের হামজাকে নিয়ে অবশ্যই কিছু পরিকল্পনা থাকবে। তাকে আটকানোর প্ল্যান করেই মাঠে নামব।’
প্রসঙ্গত এখন পর্যন্ত সবমিলিয়ে ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত। যেখানে ভারতের ৪ জয়ের বিপরীতে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।