ঢাকা শনিবার, ২২ মার্চ, ২০২৫

আইপিএলে ফিরছে পুরোনো নিয়ম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত

আধুনিক ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটির এবারের আসর। যেখানে যুক্ত হচ্ছে বেশ কয়েকটি নতুন নিয়ম। সাথে পুরোনো কয়েকটি নিয়মও ফিরিয়ে আনছেন আয়োজকরা।

গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে আইপিএলের ১৮ তম আসরের ‘ক্যাপ্টেনস মিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ দলের অধিনায়করা। সেখানে তাদেরকে নিয়মগুলো সম্পর্কে অবহিত করা হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী নতুন নিয়মগুলো হলো, ভারতীয় কন্ডিশনে রাতের ম্যাচে শিশিরের প্রভাব থাকে। এতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয় বলে মনে করছে আয়োজকরা। এ জন্য দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর যেকোনো সময় আরেকটি বল নিতে পারবে ফিল্ডিং দল। এক্ষেত্রে আম্পায়ার পরীক্ষা করে নেবেন বলটি শিশিরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।

এদিকে করোনাকালীন সময়ে বলে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ করে আইসিসি। যা এখনো ক্রিকেটে বিদ্যমান। তবে সেই নিয়মটি এবার থাকছে না আইপিএলে।

তাছাড়া এবার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করবেন তৃতীয় আম্পায়ার।

মাঠে ‘স্লো ওভার রেটের’ কারণে অধিকাংশ সময়ে অধিনায়কদের ডিমেরিট পয়েন্ট কিংবা নিষিদ্ধের মতো শাস্তি দেওয়া হতো। তবে এবারের আইপিএলে সেই নিয়মও থাকছে না।