ঢাকা শনিবার, ২২ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে লোকসান, যা বলছে পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে দীর্ঘ ২৯ বছর পর নিজেদের মাটিতে কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। তবে তা আয়োজন করতে গিয়ে লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়তে হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এমন গুঞ্জন উঠেছিল বেশ কয়েকদিন পূর্বে। তবে এবার সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। 

এক সংবাদ সম্মেলনে বোর্ডের মুখপাত্র আমির মির এবং প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজা জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ফলে আর্থিক ক্ষতির যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং উল্টোভাবে, এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বোর্ডের আয়ে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি ঘটেছে। 

সংবাদ সম্মেলনে আমির মির জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যয় সম্পূর্ণভাবে আইসিসি বহন করেছে। ফলে টিকিট বিক্রি এবং অন্যান্য গেট মানির মাধ্যমে পিসিবি উল্লেখযোগ্য পরিমাণে আয় করেছে।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়, শুরুতে এই টুর্নামেন্ট থেকে ২ বিলিয়ন রুপি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে চূড়ান্তভাবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বোর্ড এরইমধ্যে ৪০ মিলিয়ন রুপি করও পরিশোধ করেছে বলেও জানান তারা।

মির বলেন, ‘আমরা এই টুর্নামেন্ট থেকে ৩ বিলিয়ন রুপি আয় করেছি। এছাড়া হিসাব নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর আইসিসি থেকে আরও ৩ বিলিয়ন রুপি পাওয়ার আশা করছি।’

সংবাদ সম্মেলনে বোর্ডের মুখপাত্র আমির মির পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির প্রশংসা করে বলেন, তার দক্ষ নেতৃত্বের ফলেই বোর্ডের আর্থিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে।২০২৩-২৪ অর্থবছরে পিসিবির মোট আয় ১০ বিলিয়ন রুপি, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

এদিকে ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর বিষয় নিয়ে মির বলেন, ‘মোহসিন নকভি সেই সিদ্ধান্ত বাতিল করে ঘরোয়া খেলোয়াড়দের বেতন পুনরায় বাড়িয়েছেন।’