আজ আইপিএলের ১৮তম আসর শুরু

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৯:৪০ এএম

আজ আইপিএলের ১৮তম আসর শুরু

ছবি: সংগৃহীত

অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আজ শনিবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১০টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো।

‘এ’ গ্রুপে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্চাব কিংস খেলবে। ‘বি’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটানস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৭৪টি। ভারতের ১৩টি শহরে আইপিএলের খেলা হবে। আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনসে হবে টুর্নামেন্টের ফাইনাল। এই ইডেন গার্ডেনসেই কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৮তম আইপিএলের। মাঠের লড়াই শুরু হওয়ার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

তবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। ম্যাচের দিন ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাসই দিয়েছে কলকাতার আবহাওয়া অধিদপ্তর। খেলার জন্য বিরাট কোহলিরা কলকাতায় আছেন। তবে আবহাওয়া অনুক‚লে না থাকলে হয়তো আইপিএলের শুরুটা বিব্রতকরই হতে পারে।

আইপিএল হলো সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তাই এই লিগের দিকে বাড়তি নজর থাকে সবার। নানা কিছু পরিবর্তনের মধ্য দিয়ে হচ্ছে এবারের আসর। অধিনায়কের পরিবর্তন এসেছে, খেলোয়াড় রদবদল হয়েছে। সবকিছু মিলে স্বাভাবিকভাবেই এই আসরে কারা চ্যাম্পিয়ন হতে পারে, তা নিয়ে চলছে রীতিমতো গবেষণা ও চুলচেরা বিশ্লেষণ। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর আয়োজন করা হয়েছিল। এ পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে সফল দলের নাম মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। দুটি দলই সর্বোচ্চ পাঁচবার করে আইপিএলের শিরোপা জিতেছে।

তিনবার আইপিএল শিরোপ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটানস ও ডেকান চার্জাস একবার করে শিরোপা জিতেছে। এবারের আসরে ষষ্ঠবারের মতো শিরোপাজয়ের মিশন চেন্নাইয়ের। এই লক্ষ্য নিয়েই দল গঠন করেছে তারা। ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি শিরোপা জিতেই অবসরে যেতে পারেন। ফলে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের চোখ শিরোপা জয়ের দিকেই। অন্যদিকে, ষষ্ঠবারের মতো আইপিএল শিরোপা জয়ের লক্ষ্য থাকবে মুম্বাইয়েরও। তবে তারা বড় ধাক্কা খেয়েছে সেরা বোলার জাসপ্রিত বুমরাহ ইনজুরিতে পড়ায়। তবে রোহিত শর্মরা শিরোপাজয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে মিশনে নামবেন।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়াস ভবিষ্যদ্বাণী করেছেন যে, এবারের ১৮তম আইপিএলের শিরোপা জিতবে ১৮ নম্বরে জার্সি পরে খেলা কিংবদন্তির দল। অর্থাৎ, বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রতি আসরেই ভালো মানের দল গঠন করলেও শিরোপা জিততে পারে না। তিনবার রানার্সআপ হয়েছে দলটি। তাই এবার ভাগ্য বদল করতে চায় ব্যাঙ্গালুরু। প্রথমবারের মতো আইপিএল শিরোপাজয়ের মিশন নিয়ে মাঠে নামবেন বিরাট কোহলিরা। অবশ্য আইপিএলের শিরোপা জেতা খুবই কঠিন ব্যাপার। যে দল টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত শক্তি ধরে রাখতে পারবে, তারা চ্যাম্পিয়ন হবে।

তাছাড়া আরও অনেক কিছু নির্ভর করে। ইনজুরি, দলের কৌশল, ভ্রমণক্লান্তিসহ অনেক ব্যাপার আছে, যা খেলায় প্রভাব ফেলে।
আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে বিবর্তন হচ্ছে আধুনিক ক্রিকেট। এবারের আইপিএলে বেশকিছু নিয়মের পরিবর্তন এনেছেন আয়োজকেরা। ভারতীয় কন্ডিশনে রাতের ম্যাচে শিশিরের প্রভাব থাকে।

এতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয়। এজন্য দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর থেকে যেকোনো সময় আরেকটি বল নিতে পারবে বোলিং করা দল। অবশ্য বল পরিবর্তনের আগে আম্পায়ার পরীক্ষা করে দেখবেন যে, বল আসলে শিশিরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।

অন্যদিকে, এই আসর থেকে উচ্চতা ও অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করবেন থার্ড আম্পায়ার।

এ ছাড়া আইসিসি এখনো বলে থুতু বা লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তোলেনি। তবে করোনার সময় আইসিসির আরোপিত এই নিয়ম থাকছে না আইপিএলে। পরিবর্তন আনা নিয়মগুলো আয়োজকদের পক্ষ থেকে অংশ নেওয়া দলের অধিনায়কদের জানিয়ে দেওয়া হয়েছে।
 

আরবি/এসআর

Link copied!