মারা গেলেন হেভিওয়েট বক্সিং কিংবদন্তি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১১:৫০ এএম

মারা গেলেন হেভিওয়েট বক্সিং কিংবদন্তি

জর্জ ফোরম্যান। ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত হেভিওয়েট বক্সার ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে মারা গেছেন।

১৯৭৩ সালে জো ফ্রেজিয়ারকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হন ফোরম্যান। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত আসে ১৯৭৪ সালে, যখন রাম্বল ইন দ্য জঙ্গল খ্যাত ঐতিহাসিক লড়াইয়ে মুহাম্মদ আলীর বিপক্ষে রিংয়ে নামেন। আলী তাকে নকআউট করে জয়ী হন, যা বক্সিং ইতিহাসের অন্যতম সেরা লড়াই হিসেবে পরিচিত।  

এক দশকেরও বেশি সময় পর, ১৯৯৪ সালে, ৪৫ বছর বয়সে তিনি এক বিস্ময়কর প্রত্যাবর্তন করেন এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়েন।  

বক্সিংয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা। তার নামের সঙ্গে যুক্ত জর্জ ফোরম্যান গ্রিল বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় এবং কয়েকশ মিলিয়ন ডলারের ব্যবসায় রূপ নেয়।  

তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ শান্তিপূর্ণভাবে চলে গেছেন। তিনি শুধু একজন কিংবদন্তি নন, ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী মানুষ।

তার মৃত্যুর খবরে ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া। মুহাম্মদ আলীর পরিবার, মাইক টাইসনসহ বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদরা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।  

বক্সিং রিংয়ে তার দাপট, ব্যক্তিত্ব ও জীবনযাত্রা চিরস্মরণীয় হয়ে থাকবে।

সূত্র: বিবিসি

আরবি/এসএস

Link copied!